শিরোনাম:
হাজীগঞ্জে কোন্দ্রা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে মুসুল্লী ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ দেশে আমরা দুর্নীতি ও দখলবাজি চাই না: মিজানুর রহমান আজহারী বিএনপির সাথে জামায়াতের দুরুত্ব নয় বরং সু-সম্পর্ক রয়েছে : ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের চাঁদপুরে বাস ও সিএনজির সংঘর্ষে হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরের ছেলের মৃত্যু, আহত- ৫ ২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে-ডা. সৈয়দ আব্দুল্লাহ্ মোহাম্মদ তাহের হাজীগঞ্জে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন, বিক্রয় করতে না পেরে হতাশ কৃষক শনিবার হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে ২ মাসের জেল সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছির ও সমাবেশ বাজার করতে যাওয়ার সময় পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা

চাঁদপুরে বাস ও সিএনজির সংঘর্ষে হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরের ছেলের মৃত্যু, আহত- ৫

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেন সপরিবারে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় তাঁর ছোট ছেলে মো. তাহিম হাসান ফাহিম (১২) মৃত্যুবরণ করেন এবং তিনি ও তার স্ত্রী, বড় ছেলে ও পুত্রবধূ এবং সিএনজির চালকসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার কুমরাডুগি এলাকায় আইদি পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত স্কুটারের সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টোরাগড় এলাকার মজুমদার বাড়ির বাসিন্দা কাজী মনির হোসেন নিজ বাড়িতে আসার উদ্দেশ্যে লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুরে আসেন। এরপর তিনি চাঁদপুর থেকে সিএনজি চালিত স্কুটার যোগে হাজীগঞ্জে আসছিলেন। পথে চাঁদপুর সদর উপজেলার কুমরাডুগি এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়।

এতে সিএনজিটি দুমড়ে-মুছড়ে যায়। এ সময় স্থানীয়রা ছুটে এসে সিএনজি থেকে মো. তাহিম হাসান ফাহিমকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং আহত কাজী মনির হোসেন ও তার স্ত্রী এবং ছেলে হৃদয়কে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। একই সময়ে তার পূত্রবধু (ছেলে হৃদয়ের স্ত্রী) ও সিএনজির ড্রাইভারকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে পূত্রবধূকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকায় রেপার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাজী মনির হোসেনের স্বজন ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের ভোকেশনাল বিভাগের সমন্বয়ক মো. জহিরুল ইসলাম মজুমদার বলেন, কাজী মনির হোসেনসহ তার পরিবারের ৫ জন সদস্য নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আইদি বাস চাপায় তাহিম ঘটনাস্থলে মারা যান। এসময় কাজী মনিরের পরিবারের সবাই ও সিএনজির চালক আহত হয়েছেন। তার পূত্রবধূকে ঢাকায় পাঠানো হয়েছে।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে নিহত তাহিম হাসানের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১