মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া:
শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে খিলা সোহাগ স্মৃতি ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫, সিজন ৫ এর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, বিকেল ৪ ঘটিকায় গ্রাম খিলা যুব সমাজ কর্তৃক আয়োজিত গ্রাম খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
মোঃ মোশারফ হোসেন মুন্সী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাহবুবুল আলম, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ডাঃ কাজী কামাল, ডাঃ মোবারক হোসেন প্রমুখ। ৩২ টি দল অংশগ্রহণ করছে মিনি এই ফুটবল টুর্নামেন্টে। চ্যাম্পিয়ান দল পাবে নগদ ১৫ হাজার টাকা। রানার্স আপ দল পাবে নগদ ১০ হাজার টাকা।