ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া:
কচুয়ায় বিউটি পার্লারের বিউটিশিয়ানকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মেহেদী (১৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভূক্তভোগী খালার অভিযোগের প্রেক্ষিতে কচুয়া থানার পুলিশ মেহেদীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম। তিনি বলেন, ধর্ষিতার খালার অভিযোগের ভিত্তিতে মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধীত-২০২০) এর ৭/৯(১) রুজু করে আসামী মেহেদী হাসানকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
ভুক্তভোগীর খালা সেলিনা বলেন, আমার কচুয়া বাজারে সুইটি বিউটি পার্লার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে আমার ভাগ্নি বিউটিশিয়ান হিসেবে কর্মরত রয়েছে। আমার বাড়ি করইশ গ্রাম থেকে ভাগ্নি আমার সাথে পার্লারটি দেখাশোনা করতো। ধর্ষিতা মেহেদী করইশ গ্রামের সিদ্দিক প্রধানীয়া বাড়ির আনোয়ার হোসেনের ছেলে। বখাটে যুবক মেহেদী হাসান বিভিন্ন সময় আমার ভাগ্নিকে উত্ত্যক্ত করতো।
সোমবার বিকালে ভাগ্নিকে আত্মীয়র বাড়ী দাওয়াতের উদ্দেশ্যে পাঠালে পূর্ব হইতে ওৎ পেতে থাকা মেহেদী হাসান ভাগ্নিকে জোরপূর্বক ভাবে অপহরণ করে ব্যাটারি চালিত অটোরিক্সায় করে শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলার একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে ফেলে আসে। পরে আমি খবর পেয়ে তাকে নিয়ে অভিযোগ দায়ের করি।
বিদ্যালয় চলাকালীন সময়ে একাডেমিক ভবনের ৪র্থ তলার কিশোরীকে এনে ধর্ষণ করা হয়েছে এ ব্যাপারে শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ মিয়া কাছে জানতে চাইলে তিনি বলেন- সোমবার আমি অফিসের কাজে উপজেলা শিক্ষা অফিসে ছিলাম। ধর্ষণের বিষয়ে আমার জানা নেই।