কচুয়া প্রতিনিধি ॥
কচুয়ায় কাদলা হাফেজ বিল্লাল হোসেন তপাদারের পৃষ্ঠপোষকতায় চাঁদপুর জেলা হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে নগত অর্থ,সনদ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল উপজেলার কাদলা আল-আকসা ঈদগাঁও মাঠে কাদলা আল-আমিন হাফিজিয়া ফোরকানিয়া ক্যাডেট মাদ্রাসার তত্ত্বাবধানে চাঁদপুর জেলার ৪৬টি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশগ্রহণের বিজয়ীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়। হিফজুল কুরআন প্রতিযোগী বাস্তবায়ন কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো.আবু বকর তপাদারের সভাপতিত্বে ও কাদালা ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আমিনুল হক আজহারী ও আল আকসা ঈদগাঁও এর খতিব হাফেজ মাওলানা আবু বকর ফরহাদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপমহাদেশের প্রখ্যাত হাফেজ ও বাংলাদেশের হুফফাজল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আব্দুল হক।
বিশেষ অতিথি ও প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ভাবে পুরস্কার প্রাপ্ত হাফেজ মাওলানা ক্বারী আবু সালেহ মোহাম্মদ মুসা, হাফেজ মাওলানা ক্বারী সিদ্দিকুর রহমান, হাফেজ মাওলানা ক্বারী শেখ শহিদুল ইসলাম, হাফেজ মাওলানা ক্বারী মাহবুব রহমান, কাদলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ, কাদলা খাদিজাতুল কোবরা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.মোসলেহ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ফারুক আহমেদ, মোঃ শহীদুল্লাহ মজুমদার প্রমুখ।
এ সময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, কাদলা খাদিজাতুল কোবরা মহিলা আলিম মাদ্রাসার প্রভাষক জান্নাতুল আলম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোস্তাফিজুর রহমান তামিম, বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম মজুমদার, আব্দুর রাজ্জাক তপাদার, প্রবাসী নাজমুল হক মাসুম তপাদারসহ এলাকার বিভিন্ন বিশিষ্টজন ও গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে কাদলা হাফেজ বিল্লাল হোসেন তপাদারের পৃষ্ঠপোষকতায় হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। ৩০পারা কুরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জনকারী ১ লক্ষ, দ্বিতীয় স্থান ৫০হাজার, তৃতীয় স্থান ৩০ হাজার, চতুর্থ স্থান ২৫ হাজার টাকা নগত দেওয়া হয়। ১০পারা কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণে প্রথম স্থান অর্জনকারী ২০হাজার ,দ্বিতীয় স্থান ১৫ হাজার, তৃতীয় স্থান ১০ হাজার, চতুর্থ স্থান ৫হাজার টাকাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জন বিজয়ীদের মাঝে নগদ অর্থ,সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।