মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া:
শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। তিনি তার বক্তব্য বলেন, আমি যতদূর জেনেছি এ উপজেলার সাংবাদিকরা প্রশাসন বান্ধব, প্রশাসনকে সহযোগিতার জন্য কাজ করেন, পূর্ববর্তী কর্মকর্তাগন এ উপজেলার গণমাধ্যম কর্মীদের বিষয়ে অবগত করেছেন।
আপনারা তাদের যেভাবে সহযোগিতা করেছেন, আমাকেও সহযোগিতা আশা করছি। আমাকে আপনারা দোয়া করবেন। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সুন্দর ও সুচারুভাবে দায়িত্ব পালন করতে পারি। আপনারা আমাকে সহযোগিতা করবেন।
শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সার্বিক পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো হাবিবুর রহমান ভুইঁয়া, শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ প্রেসক্লাবের কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ।
এ সময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য ডা: দুলাল চন্দ্র ঘোষ, মো: রুহুল আমিন তরুণ, মনিরুজ্জামান শান্ত ,মাহবুব হাসান বাবলু,মো: নুরে আলম, মো: হেলাল উদ্দীন, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ সিদ্দিকী তোহা, জাকির হোসেন নয়ন, শামীম আহমেদ মো: ইউসুফ আলী সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।