এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই শ্লোগানে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ এর ইউনিয়নের ১০টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন, আইনগিরি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আব্দুল কাদের।
উপজেলা সহকারী শিক্ষক অফিসার মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে ও পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার ও আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়েলা হাবিবের যৌথ সঞ্চালনালয় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইনগিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,বিশিষ্ট সমাজসেবক বাবুল মিয়া, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হেলাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস তালুকদার, ফারুক হোসেন মিয়াজী, ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কবির হোসেন। এসময় হারিছাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বুরগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভিন, তফিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা রহমান, তালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।