শিরোনাম:
ফরিদগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৬৪ আ.লীগ নেতার ‍বিরুদ্ধে মামলা চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ১০ জন চাঁদপুরে ধর্ষণে অভিযুক্ত আসামীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি কচুয়ায় মাসনিগাছা উবিতে ৫ অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী : সফলতার দ্বারপ্রান্তে এগিয়ে যাক প্রিয় চাঁদপুর শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি বিমান বন্দরে আটক যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মতলবের দুই কারবারি গ্রেপ্তার চাঁদপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা কেশরাঙ্গা সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কচুয়ায় প্রশাসনের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটিতে চাকুরী করলেও মন পড়ে থাকে শাহরাস্তিতে-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া :
অত্যন্ত আনন্দঘন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে, শাহরাস্তি প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৫। ৩১ জানুয়ারি শুক্রবার ও ১ ফেব্রুয়ারি শনিবার প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি নামে খ্যাত পার্বত্য জেলা রাঙামাটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান পরিদর্শন শেষে আনন্দ ভ্রমণের সমাপ্তি ঘটে। শাহরাস্তি প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ও অতিথি সহ ৫০ জন অতিথি এ বনভোজন ও আনন্দ ভ্রমণে অংশ নেয়। উৎসবে বাড়তি মাএা ছিল গান, নাচ,কৌতুক, আবৃত্তি ও নান্দনিক উপস্থাপনার আয়োজনে ঠাসা।

বিশাল ট্রলার যোগে দর্শনীয় স্থান গুলো পরিদর্শন ছিল উড়ন্ত পাখির মতো দুরন্ত ছুটে চলার মত। স্বপ্ন ঘেরা পাহাড় গুলোয় দাড়িয়ে থাকা গাছ আর পাহাড়ের অপরুপ সৌন্দর্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আল্লাহর সৃষ্টি কত অপরুপ। যেন স্বপ্নের বুননে একটু একটু করে জোড়া লাগানো প্রকৃতির অপার সৌন্দর্য।

ঐতিহ্যবাহী রাঙামাটির প্রাকৃতিক দর্শনীয় স্থান গুলোর মধ্যে রয়েছে, রাজবন বিহার, ঐতিহ্যবাহী চাকমা রাজার রাজ বাড়ী, টুক টুক ইকো ভিলেজ, পর্যটন মোটেল ও ঝুলন্ত সেতু, স্পিলওয়ে,রাইংখ্যা পুকুর, পেদা টিং টিং, সুবলং ঝর্ণা, শুকনা ছড়া ঝর্ণা, কর্ণফুলী হ্নদ,কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। শনিবার দুপুরে জেলা প্রশাসক ডাকবাংলোতে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দকে দুপুরের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানায় রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ।

এ সময় তিনি পরম আতিথিয়তায় সাংবাদিক নেতৃবৃন্দ সহ তাদের সফরসঙ্গী ৫০ জন অতিথিকে আপ্যায়ন করান। পরে তিনি শাহরাস্তি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ডাকবাংলোয় মতবিনিময় সভায় মিলিত হন।

তিনি বলেন, শাহরাস্তি উপজেলার মানুষ আমার আপনজন। শাহরাস্তি উপজেলায় (ইউএনও) হিসেবে দায়িত্ব কালীল সময়ে শাহরাস্তির মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি, যা ভূলার নয়। অকুন্ঠ সমর্থন দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমাকে আপনারা সহযোগিতা করেছেন। আপনাদের উদার মানবিক সহযোগিতা না পেলে, জায়গা অধিগ্রহণ, ভবন নির্মাণ করে বিয়াম ল্যাবরেটরী স্কুলটি চালু করে আসা সম্ভব হতো না। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি পার্বত্য জেলায় চাকুরী করলেও আমার মন পড়ে থাকে শাহরাস্তি উপজেলা জুড়ে। মতবিনিময় সভা শেষে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট, লোগো সম্বলিত মগ, টি শার্ট ও ক্যাপ পরিয়ে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফকে।

উল্লেখ্য, মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ শাহরাস্তি উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা।

শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সার্বিক পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো হাবিবুর রহমান ভুইঁয়া, শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল কালাম, কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ। এ সময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য ডা: দুলাল চন্দ্র ঘোষ, মো: রুহুল আমিন তরুণ, মনিরুজ্জামান শান্ত ,মাহবুব হাসান বাবলু,মো: নুরে আলম, মো: হেলাল উদ্দীন, ইঞ্জিনিয়ার মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা, মো: গিয়াস উদ্দিন, রাফিউ হাসান হামজা, মাহবুব আলম সুমন, জাকির হোসেন নয়ন, শামীম আহমেদ মো: ইউসুফ আলী সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

 

এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী মো: শহিদ উল্ল্যাহ বাদল, আবদুর রাজ্জাক রাজু, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মিজানুর রহমান বেপারী, সোহেল রানা, মিজানুর রহমান, লিটন মাষ্টার, শরীফুল ইসলাম মাষ্টার, বিশিষ্ট ব্যাবসায়ী এমরান হোসেন কামরুল, মো: হানিফ মিয়াজী প্রমুখ।

আনন্দ ভ্রমণ শেষে প্রেসক্লাবের নবাগত সদস্য ও অতিথিদের প্রেসক্লাবের লোগো সম্বলিত মগ উপহার সামগ্রী বিতরণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭