শিরোনাম:
ফরিদগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৬৪ আ.লীগ নেতার ‍বিরুদ্ধে মামলা চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ১০ জন চাঁদপুরে ধর্ষণে অভিযুক্ত আসামীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি কচুয়ায় মাসনিগাছা উবিতে ৫ অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী : সফলতার দ্বারপ্রান্তে এগিয়ে যাক প্রিয় চাঁদপুর শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি বিমান বন্দরে আটক যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মতলবের দুই কারবারি গ্রেপ্তার চাঁদপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা কেশরাঙ্গা সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কচুয়ায় প্রশাসনের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

বারে বারে অর্থ দণ্ড দিয়েও চলছে অবৈধ ইটভাটা

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
প্রতিনিধির পাঠানো ছবি।

সাত বছরে অর্থদণ্ড দিয়েছে পাঁচবার। তবুও চলছে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার অবৈধ চার ইটভাটা! এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানে এমনই তথ্য পাওয়া গেছে। জরিমানা দেয়, আবার পানি দিয়ে সব নিভিয়ে দেয়ার পর আবরো চালু করা হয়।

এদিকে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯ এর ক্ষমতাবলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর অবৈধ ভাবে পরিচালিত ইটভাটার মালিকগণকে অর্থদণ্ড করলেও আজও বন্ধ হয়নি তাদের কার্যক্রম।

তথ্য সূত্রে দেখা যায়, ২০১৯ সাল থেকে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অবৈধভাবে পরিচালিত মতলব উপজেলার চার ইটভাটার বিরুদ্ধে পাঁচবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের ধারা ৪, ৫ এর ১, ২ এবং ৮ এর ১ অনুসারে ওই চার ইটভাটার কাছ থেকে ১২ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করে জরিমানা আদায়ের মধ্য দিয়ে প্রশাসন তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখায় সাধারণ জনগণের মাঝে নানান প্রশ্নে জন্ম দিয়েছে।

জানা যায়, ২০১৯ সালের ১৬ অক্টোবর উপজেলার চার ইটভাটার মধ্যে মেসার্স স্ট্যান্ডর্ড ব্রিকস, মেসার্স শাহ পরান ব্রিকস, মেসার্স সিএসবি এবং মেসার্স কেএসবি এর প্রত্যেককে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯ এর ধারা ৪ ও ৮(১) লঙ্ঘনের দায়ে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এই অভিযান পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম, সাবেক সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন এবং চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ।

২০২২ সালের ৩১ জানুয়ারি মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া ওই ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এই সময় মেসার্স শাহ পরান ব্রিকসকে ৭০ হাজার টাকা, মেসার্স সিএসবিকে ৫০ হাজার টাকা এবং মেসার্স কেএসবিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হলেও রহস্যজনক কারণে মেসার্স স্ট্যান্ডার্ড ব্রিকস’এর বিরুদ্ধে কোনো অভিযান পরিচালিত হয়নি।

২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি মতলব দক্ষিণ উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস ও চাঁদপুর জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হান্নান ওই চার ইটভাটার প্রত্যেক মালিকপক্ষকে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করেন। পরবর্তীতে মতলব দক্ষিণ উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা চার ইটভাটার প্রত্যেক মালিকপক্ষকে ৬০ হাজার টাকা করে মোট ২ লাখ ৪০ টাকা অর্থদণ্ড করেন এবং সর্বশেষ চলতি বছরের ৬ ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়। এতে মেসার্স স্ট্যান্ডার্ড ব্রিকস, মেসার্স শাহ পরান ব্রিকস ও মেসার্স সিএসবিকে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে চলতি বছর অপর ইটভাটা মেসার্স কেএসবি এর কার্যক্রম বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন

অভিযানে জেলা প্রশাসকের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হান্নান, পরিচালক শারমিন আহমেদ লিয়াসহ বাংলাদেশ সেনা বাহিনী, পুলিশ ফোর্স এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন উপস্থিত ছিলেন।

৬ ফেব্রুয়ারি পরিচালিত অভিযানে বিপুল সংখ্যক প্রশাসনের লোকজন উপস্থিত থাকলেও স্থায়ীভাবে বন্ধ হয়নি ইটভাটাগুলো। এখনও চলছে তাদের কার্যক্রম, এতে অবৈধ ভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে পরিচালিত অভিযান নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭