কচুয়া প্রতিনিধি ॥
‘‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’’ এই শ্লোগানে তারুন্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কচুয়ায় টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার কেএম সোহেল রানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন,কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আব্দুল হালিম,যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম,হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,সাধারন সম্পাদক এমদাদ উল্লাহ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ক্রীড়া সংস্থার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধি ও তারুণ্যের উৎসবের খেলায়ার’রা উপস্থিত ছিলেন।
তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় উপজেলনার গোহট দক্ষিন ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ান অর্জন করেন,পালাখাল মাডেল ইউনিয়ন পরিষদ।