ঢাকা 12:16 pm, Sunday, 31 August 2025

ফরিদগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৬৪ আ.লীগ নেতার ‍বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • Update Time : 08:05:27 pm, Monday, 17 February 2025
  • 39 Time View

ছবি-নতুনেরকথা।

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কার্যালয়ে কর্মসূচি পালনের সময় নাশকতার ঘটনায় আওয়ামী লীগের সাবেক মেয়র, সাবেক দুই চেয়ারম্যানসহ ৬৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (ফরিদগঞ্জ আমলি আদালত) বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন স্বপন।

রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী চৌধুরী। তিনি জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে ফরিদগঞ্জ থানাকে তদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী (৭৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার (৬৫), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার (৪৬)। বাকি আসামিরাও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১ অক্টোবর বিকেল ৪টার দিকে উপজেলার কালিরবাজার রাস্তার মাথায় সিরাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি পালিত হচ্ছিল। এ সময় ১ নম্বর আসামি খাজে আহমেদ মজুমদারসহ তার সহযোগীরা প্রায় দেড় শতাধিক লোক নিয়ে সেখানে হামলা চালান। বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয় এবং দেশীয় অস্ত্র ও পিস্তল হাতে আতঙ্ক সৃষ্টি করা হয়। একই সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। বিএনপি নেতাকর্মীরা প্রাণ বাঁচাতে পালিয়ে যান এবং কয়েক লাখ টাকা খরচ করে উদ্ধার হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী এমরান হোসেন স্বপন বলেন, বিএনপির নেতাকর্মীরা বিগত সরকারের আমলে দলীয় কর্মসূচি পালন করতে পারেনি। নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়েছে। সেই সময় আমরা মামলা করতে পারিনি। তবে এখন পরিস্থিতি অনুকূলে থাকায় মামলা করেছি। আমি ন্যায়বিচার চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে তিন প্রবাসী নেতাকে সংবর্ধনা

ফরিদগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৬৪ আ.লীগ নেতার ‍বিরুদ্ধে মামলা

Update Time : 08:05:27 pm, Monday, 17 February 2025

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কার্যালয়ে কর্মসূচি পালনের সময় নাশকতার ঘটনায় আওয়ামী লীগের সাবেক মেয়র, সাবেক দুই চেয়ারম্যানসহ ৬৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (ফরিদগঞ্জ আমলি আদালত) বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন স্বপন।

রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী চৌধুরী। তিনি জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে ফরিদগঞ্জ থানাকে তদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী (৭৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার (৬৫), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার (৪৬)। বাকি আসামিরাও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১ অক্টোবর বিকেল ৪টার দিকে উপজেলার কালিরবাজার রাস্তার মাথায় সিরাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি পালিত হচ্ছিল। এ সময় ১ নম্বর আসামি খাজে আহমেদ মজুমদারসহ তার সহযোগীরা প্রায় দেড় শতাধিক লোক নিয়ে সেখানে হামলা চালান। বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয় এবং দেশীয় অস্ত্র ও পিস্তল হাতে আতঙ্ক সৃষ্টি করা হয়। একই সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। বিএনপি নেতাকর্মীরা প্রাণ বাঁচাতে পালিয়ে যান এবং কয়েক লাখ টাকা খরচ করে উদ্ধার হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী এমরান হোসেন স্বপন বলেন, বিএনপির নেতাকর্মীরা বিগত সরকারের আমলে দলীয় কর্মসূচি পালন করতে পারেনি। নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়েছে। সেই সময় আমরা মামলা করতে পারিনি। তবে এখন পরিস্থিতি অনুকূলে থাকায় মামলা করেছি। আমি ন্যায়বিচার চাই।