ঢাকা 3:52 pm, Thursday, 4 September 2025

তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে-নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Reporter Name
  • Update Time : 11:08:17 pm, Wednesday, 26 March 2025
  • 50 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামীর ব্যালট রেভুলেশনে তরুণদের জয় হবে। আমরা পার্লামেন্টে যাবই যাব। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ, গোষ্ঠী বা দল যদি বাধা সৃষ্টি করে তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলেও সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে।

বুধবার সন্ধ্যায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী নির্বাচনে মসজিদের ইমামসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করা হবে। যারা এতদিন টাকার জন্য নির্বাচন করতে পারেনি, তারা এখন নির্বাচন করবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কেউ বাধা দিবেন, আসুন আমরাও খেলার জন্য প্রস্তুত। আমাদের একটাই শত্রু, সেটা হলো আওয়ামী লীগ। বর্তমানে আমাদের লড়াইটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনে আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে, তা বাতিল করা।

এনসিপির শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মো. তারেক আজিজের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী আন্দোলন শাহরাস্তির সমন্বয়ক মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, সদস্য সাইফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মহিউদ্দিন, দলের চাঁদপুর জেলা যুগ্ম-মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব রিয়াদ, হাজীগঞ্জ প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম, শাহরাস্তি প্রতিনিধি মো. রেদোয়ান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে-নাসীরুদ্দীন পাটওয়ারী

Update Time : 11:08:17 pm, Wednesday, 26 March 2025

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামীর ব্যালট রেভুলেশনে তরুণদের জয় হবে। আমরা পার্লামেন্টে যাবই যাব। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ, গোষ্ঠী বা দল যদি বাধা সৃষ্টি করে তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলেও সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে।

বুধবার সন্ধ্যায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী নির্বাচনে মসজিদের ইমামসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করা হবে। যারা এতদিন টাকার জন্য নির্বাচন করতে পারেনি, তারা এখন নির্বাচন করবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কেউ বাধা দিবেন, আসুন আমরাও খেলার জন্য প্রস্তুত। আমাদের একটাই শত্রু, সেটা হলো আওয়ামী লীগ। বর্তমানে আমাদের লড়াইটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনে আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে, তা বাতিল করা।

এনসিপির শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মো. তারেক আজিজের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী আন্দোলন শাহরাস্তির সমন্বয়ক মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, সদস্য সাইফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মহিউদ্দিন, দলের চাঁদপুর জেলা যুগ্ম-মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব রিয়াদ, হাজীগঞ্জ প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম, শাহরাস্তি প্রতিনিধি মো. রেদোয়ান প্রমুখ।