ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা সাসপেন্ড

  • Reporter Name
  • Update Time : ১০:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৯১ Time View

উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়েছে। এই ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিনকে তাৎক্ষনিক সাসপেন্ড করা হয়েছে।

সোমবার (৫ মে) বিকেল ফরিদগঞ্জ থানা ভবন থেকে ১০০ গজ দূরে অবস্থিত চার তলাভবনের চতুর্থতলায় উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার ফ্লাটের তালা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটে।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

তিনি বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের অভিযুক্ত করে থানায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। পুলিশের একটি আভিযানিক দল কাজ করছে।

ঘটনার শিকার এসআই মো. রাকিব উদ্দিন জানান, সোমবার (৫ মে) দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো দেখতে পান। বাসার ভেতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬ রাউন্ড গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।

স্থানীয়রা জানান, যে ভবনে এই চুরি সংঘটিত হয়েছে, সেটির আশপাশেই থানা ও সেনাবাহিনীর ক্যাম্পসহ নিরাপত্তা বাহিনীর তৎপরতা রয়েছেন। ভবনটির অন্যান্য ফ্ল্যাটেও থানার পুলিশ সদস্যরা ভাড়া থাকেন। এমন নিরাপত্তাবেষ্টিত এলাকায় পিস্তল চুরির ঘটনাটি পুলিশসহ সাধারণ মানুশের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) লুৎফর রহমানসহ পিবিআই ও সিআইডির পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

রাতে এই বিষয়ে জানতে চাইলে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ রকিব উদ্দিন বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব উদ্দিনকে সাসপেন্ড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়া পৌরসভার কোয়া নূর ই মদিনা জামে মসজিদের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ফরিদগঞ্জে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা সাসপেন্ড

Update Time : ১০:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়েছে। এই ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিনকে তাৎক্ষনিক সাসপেন্ড করা হয়েছে।

সোমবার (৫ মে) বিকেল ফরিদগঞ্জ থানা ভবন থেকে ১০০ গজ দূরে অবস্থিত চার তলাভবনের চতুর্থতলায় উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার ফ্লাটের তালা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটে।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

তিনি বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের অভিযুক্ত করে থানায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। পুলিশের একটি আভিযানিক দল কাজ করছে।

ঘটনার শিকার এসআই মো. রাকিব উদ্দিন জানান, সোমবার (৫ মে) দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো দেখতে পান। বাসার ভেতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬ রাউন্ড গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।

স্থানীয়রা জানান, যে ভবনে এই চুরি সংঘটিত হয়েছে, সেটির আশপাশেই থানা ও সেনাবাহিনীর ক্যাম্পসহ নিরাপত্তা বাহিনীর তৎপরতা রয়েছেন। ভবনটির অন্যান্য ফ্ল্যাটেও থানার পুলিশ সদস্যরা ভাড়া থাকেন। এমন নিরাপত্তাবেষ্টিত এলাকায় পিস্তল চুরির ঘটনাটি পুলিশসহ সাধারণ মানুশের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) লুৎফর রহমানসহ পিবিআই ও সিআইডির পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

রাতে এই বিষয়ে জানতে চাইলে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ রকিব উদ্দিন বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব উদ্দিনকে সাসপেন্ড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।