ঢাকা 12:22 am, Wednesday, 2 July 2025

শাহরাস্তি উপজেলা যুবদল নেতা তানভীর দল থেকে বহিষ্কার

  • Reporter Name
  • Update Time : 09:14:35 pm, Tuesday, 13 May 2025
  • 13 Time View

আতাহার আহম্মেদ তানভীর

 

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক আতাহার আহম্মেদ তানভীরকে দলের প্রাথমিক পদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১৩ মে) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত যুবদল নেতা আতাহার আহম্মেদ তানভীর শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন।

বহিষ্কারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে শাহরাস্তি উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আতাহার আহম্মেদ তানভীরকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ বহিষ্কার কার্যকর করা হয়েছে।

নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, আতাহার আহম্মেদ তানভীর ৮ এপ্রিল ২০২৩ নরসিংদী শহরে পুলিশ পরিচয়ে পিস্তল ঠেকিয়ে ১৬ লক্ষ টাকা ছিনতাইকালে ৩ জন ছাত্রলীগ নেতাসহ নরসিংদী থানায় আটক হন এবং তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রজ্জু হয়। যা তখন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রচারিত হয়।

গত ৫ আগষ্টের পরবর্তী সময়ে আতাহার আহম্মেদ তানভীর ও তার সহযোগিরা চিতোষী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়ার কাছ থেকে ১০০ টাকা মূল্যের ৩টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে পদত্যাগে বাধ্য করান এবং শারীরিক নির্যাতন করে। এ ঘটনায় ২৪ সালের ১৫ আগষ্ট শাহরাস্তি থানায় আতাহার আহম্মেদ তানভীরের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী হয় যার নং-১৫২২।
নেতৃবৃন্দরা জানান, তারেক রহমানের নির্দেশ কোন প্রতিষ্ঠানের কাউকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা যাবে না।

এ বিষয়ে দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে সময়োচিত এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন। আবার কেউ বলছেন, দলের ভেতরে ভিন্ন বলয়ের আধিপত্য বিস্তারের লড়াইয়ের শিকার হয়েছেন আতাহার আহমেদ তানভীর।

প্রসঙ্গত, আতাহার আহম্মেদ তানভীর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের রাজনৈতিক কার্যক্রমে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পিআর পদ্ধতির উপযোগিতা ভেবে দেখার অনুরোধ তারেক রহমানের

শাহরাস্তি উপজেলা যুবদল নেতা তানভীর দল থেকে বহিষ্কার

Update Time : 09:14:35 pm, Tuesday, 13 May 2025

 

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক আতাহার আহম্মেদ তানভীরকে দলের প্রাথমিক পদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১৩ মে) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত যুবদল নেতা আতাহার আহম্মেদ তানভীর শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন।

বহিষ্কারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে শাহরাস্তি উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আতাহার আহম্মেদ তানভীরকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ বহিষ্কার কার্যকর করা হয়েছে।

নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, আতাহার আহম্মেদ তানভীর ৮ এপ্রিল ২০২৩ নরসিংদী শহরে পুলিশ পরিচয়ে পিস্তল ঠেকিয়ে ১৬ লক্ষ টাকা ছিনতাইকালে ৩ জন ছাত্রলীগ নেতাসহ নরসিংদী থানায় আটক হন এবং তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রজ্জু হয়। যা তখন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রচারিত হয়।

গত ৫ আগষ্টের পরবর্তী সময়ে আতাহার আহম্মেদ তানভীর ও তার সহযোগিরা চিতোষী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়ার কাছ থেকে ১০০ টাকা মূল্যের ৩টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে পদত্যাগে বাধ্য করান এবং শারীরিক নির্যাতন করে। এ ঘটনায় ২৪ সালের ১৫ আগষ্ট শাহরাস্তি থানায় আতাহার আহম্মেদ তানভীরের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী হয় যার নং-১৫২২।
নেতৃবৃন্দরা জানান, তারেক রহমানের নির্দেশ কোন প্রতিষ্ঠানের কাউকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা যাবে না।

এ বিষয়ে দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে সময়োচিত এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন। আবার কেউ বলছেন, দলের ভেতরে ভিন্ন বলয়ের আধিপত্য বিস্তারের লড়াইয়ের শিকার হয়েছেন আতাহার আহমেদ তানভীর।

প্রসঙ্গত, আতাহার আহম্মেদ তানভীর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের রাজনৈতিক কার্যক্রমে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।