• বুধবার, ১৪ মে ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ফরিদগঞ্জে ওএমএসের চাল কালোবাজারির অভিযোগে ডিলারসহ আটক ৩ ॥ ৫ বস্তা চাল উদ্ধার কচুয়া সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  কচুয়ায় অবৈধভাবে মাটি-বালু উত্তোলণের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা কৃষি জমি’সহ বাড়ি-ঘর রক্ষায় হাজীগঞ্জে বালুমহাল অপসারণে জেলাপ্রশাসকের কাছে গণস্বাক্ষরে ক্ষতিগ্রস্তদের আবেদন শাহরাস্তি উপজেলা যুবদল নেতা তানভীর দল থেকে বহিষ্কার হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও হাত বোমা উদ্ধার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি কচুয়ার ভাই বাহিনীর প্রধান ভুলন গ্রেপ্তার চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন নাশকতার পরিকল্পনা, আ.লীগ কর্মীদের দেখামাত্রই গ্রেফতারের নির্দেশ

শাহরাস্তি উপজেলা যুবদল নেতা তানভীর দল থেকে বহিষ্কার

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
আতাহার আহম্মেদ তানভীর

 

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক আতাহার আহম্মেদ তানভীরকে দলের প্রাথমিক পদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১৩ মে) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত যুবদল নেতা আতাহার আহম্মেদ তানভীর শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন।

বহিষ্কারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে শাহরাস্তি উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আতাহার আহম্মেদ তানভীরকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ বহিষ্কার কার্যকর করা হয়েছে।

নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, আতাহার আহম্মেদ তানভীর ৮ এপ্রিল ২০২৩ নরসিংদী শহরে পুলিশ পরিচয়ে পিস্তল ঠেকিয়ে ১৬ লক্ষ টাকা ছিনতাইকালে ৩ জন ছাত্রলীগ নেতাসহ নরসিংদী থানায় আটক হন এবং তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রজ্জু হয়। যা তখন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রচারিত হয়।

গত ৫ আগষ্টের পরবর্তী সময়ে আতাহার আহম্মেদ তানভীর ও তার সহযোগিরা চিতোষী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়ার কাছ থেকে ১০০ টাকা মূল্যের ৩টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে পদত্যাগে বাধ্য করান এবং শারীরিক নির্যাতন করে। এ ঘটনায় ২৪ সালের ১৫ আগষ্ট শাহরাস্তি থানায় আতাহার আহম্মেদ তানভীরের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী হয় যার নং-১৫২২।
নেতৃবৃন্দরা জানান, তারেক রহমানের নির্দেশ কোন প্রতিষ্ঠানের কাউকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা যাবে না।

এ বিষয়ে দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে সময়োচিত এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন। আবার কেউ বলছেন, দলের ভেতরে ভিন্ন বলয়ের আধিপত্য বিস্তারের লড়াইয়ের শিকার হয়েছেন আতাহার আহমেদ তানভীর।

প্রসঙ্গত, আতাহার আহম্মেদ তানভীর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের রাজনৈতিক কার্যক্রমে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১