কচুয়া সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক পরিষদের উদ্যেগে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সোলেয়মান মেহদী’র সভাপতিত্বে ও অর্পনা রানী দেবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ ইয়াহ ইয়া খান বিসিএস (সাধারন শিক্ষা)।
বক্তব্য রাখেন, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোঃ জাকির উল্লাহ শাজলী, কুমিল্লা মডার্ন হসপিটালের পরিচালক আবদুল ওয়াদুদ মজুমদার, প্রভাষক (একাউন্টটিং) ও শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মাকসুদা আক্তার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, অভিভাবকদের পক্ষে জহিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি কলেজ ছাত্রদল নেতা এমদাদুল হক।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।