ঢাকা 8:15 am, Saturday, 19 July 2025

শাহরাস্তিতে বিল্ডিংয়ের জানালার গ্রীল কেটে দুধর্ষ চুরি

  • Reporter Name
  • Update Time : 09:22:47 am, Sunday, 18 May 2025
  • 26 Time View

ছবি-ত্রিনদী

শাহরাস্তি পৌরসভাধীন মেহার কালীবাড়ি দক্ষিণ বাজার সংলগ্ন মোস্তফা মিয়াজীর বাড়ী মোস্তফা গার্ডেন হাউজে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে চোরের দল নগদ অর্থ, স্বর্নলংকার, দামী আসবাবপত্র, কাপড় চোপড় নিয়ে পালিয়ে যায়। মোস্তফা মিয়াজী ও তার  পরিবার সূত্রে জানায়, একমাস পূর্বে মোস্তফা মিয়াজী অসুস্থতা জনিত কারণে চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন।

দীর্ঘ প্রায় ১ মাস পর চিকিৎসা সেবা শেষে বাড়ী ফিরে  ১৭ মে শনিবার দুপুর ১২ টায় বাড়ী ফিরে তার  বিল্ডিংয়ের জানালার গ্রীল কাটা অবস্থায় দেখতে পান। এছাড়াও দরজা ও গেইটের তালা গুলো হাতুড়ি দিয়ে পিটানো অবস্থায় দেখতে পেয়ে,  পাশ্ববর্তী ওয়ার্কশপ থেকে কাটার এনে তালা খুলে ভিতরে প্রবেশ করেন।

এ সময় তিনি দেখতে পান  ঘরের স্টীল আলমিরা খোলা, ঘরের মালামাল ও জিনিস পএ এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে ডাক চিৎকার শুরু করেন। আলমিরা থেকে নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা, দেড় ভরি ওজনের গলার স্বনের চেইন, মুল্যবান জিনিস পএ, কাপড় চোপড়, দামী আসবাবপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল।

এছাড়াও ১৮ শতক করে ৩৬ শতক পুকুরের মাছ ধরে নিয়ে যায় চোরের দল।  এছাড়াও মুল্যবান ফল ফলাদি, জিনিস পএ লুটে নেয় চোরের দল। মোস্তফা মিয়াজী জানান, পূর্বে চোরের দল বেশ কয়েকবার এহেন কর্মকাণ্ড করেছে চোরের দল। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় অবগত করলে থানার পুলিশের একটি টিম ঘটনাস্হলে পৌঁছে সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ বিষয়ে শাহরাস্তি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে যায়, মনে হয় বাবা ডাকছে-হাজীগঞ্জের শহীদ আবুল কালামের মেয়ে

শাহরাস্তিতে বিল্ডিংয়ের জানালার গ্রীল কেটে দুধর্ষ চুরি

Update Time : 09:22:47 am, Sunday, 18 May 2025

শাহরাস্তি পৌরসভাধীন মেহার কালীবাড়ি দক্ষিণ বাজার সংলগ্ন মোস্তফা মিয়াজীর বাড়ী মোস্তফা গার্ডেন হাউজে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে চোরের দল নগদ অর্থ, স্বর্নলংকার, দামী আসবাবপত্র, কাপড় চোপড় নিয়ে পালিয়ে যায়। মোস্তফা মিয়াজী ও তার  পরিবার সূত্রে জানায়, একমাস পূর্বে মোস্তফা মিয়াজী অসুস্থতা জনিত কারণে চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন।

দীর্ঘ প্রায় ১ মাস পর চিকিৎসা সেবা শেষে বাড়ী ফিরে  ১৭ মে শনিবার দুপুর ১২ টায় বাড়ী ফিরে তার  বিল্ডিংয়ের জানালার গ্রীল কাটা অবস্থায় দেখতে পান। এছাড়াও দরজা ও গেইটের তালা গুলো হাতুড়ি দিয়ে পিটানো অবস্থায় দেখতে পেয়ে,  পাশ্ববর্তী ওয়ার্কশপ থেকে কাটার এনে তালা খুলে ভিতরে প্রবেশ করেন।

এ সময় তিনি দেখতে পান  ঘরের স্টীল আলমিরা খোলা, ঘরের মালামাল ও জিনিস পএ এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে ডাক চিৎকার শুরু করেন। আলমিরা থেকে নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা, দেড় ভরি ওজনের গলার স্বনের চেইন, মুল্যবান জিনিস পএ, কাপড় চোপড়, দামী আসবাবপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল।

এছাড়াও ১৮ শতক করে ৩৬ শতক পুকুরের মাছ ধরে নিয়ে যায় চোরের দল।  এছাড়াও মুল্যবান ফল ফলাদি, জিনিস পএ লুটে নেয় চোরের দল। মোস্তফা মিয়াজী জানান, পূর্বে চোরের দল বেশ কয়েকবার এহেন কর্মকাণ্ড করেছে চোরের দল। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় অবগত করলে থানার পুলিশের একটি টিম ঘটনাস্হলে পৌঁছে সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ বিষয়ে শাহরাস্তি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।