ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া:
জেলার কচুয়া উপজেলার সাচার বাজারে অবস্থিত দুটি হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালত ৫৫,০০০ টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি।
এ সময় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. জাহিদ হোসাইন, স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ এবং সাচার পুলিশ ফাঁড়ির এসআই শাহজাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জরিমানার কারণ হিসেবে জানা যায়, সাচার সেন্ট্রাল হাসপাতালে অপারেশন থিয়েটারে ডাক্তার ব্যতীত অপারেশন করার দায়ে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, আল শিফা হাসপাতালে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫,০০০ টাকা অর্থ দণ্ড আরোপ করা হয়েছে।
এছাড়াও, ভ্রাম্যমাণ আদালত সাচার বাজারে অবস্থিত অন্যান্য হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিদর্শন করে। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মান নিয়ন্ত্রণ এবং রোগীদের অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে প্রশাসন সচেষ্ট রয়েছে।
Reporter Name 
















