চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্বরোডের চলমান নির্মাণকাজের কারণে প্রতিনিয়তই যানজটে চরম দুর্ভোগে পড়ছে চলমান এইচএসসি পরীক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে আসলেও সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হিমশিমে পড়ছে।
এ অবস্থায় পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সুবিধার্থে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অতিরিক্ত ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করার দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদ।
মঙ্গলবার (পহেলা জুলাই) দুপুরে হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের কাছে স্মারকলিপি দেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাবেদ হোসেন জানান, আবেদন পত্র জমা দেওয়ার পর ঠিকাদারের সাথে কথা বলে জানা গেছে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের কাজ প্রায় শেষ। আগামীকাল থেকে যান চলাচল করার জন্য সম্পূর্ণ ভাবে মুক্ত করে দেওয়া হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নিরব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিনিধি মাহমুদুল মাহিম, নুর ইসলাম, হাজীগঞ্জ মডেল কলেজ প্রতিনিধি মোঃ নাঈম প্রমুখ।