দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এই স্লোগান কে সামনে রেখে শাহরাস্তিতে জাতীয় ফল মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১ লা জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার দেশীয় ফলের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেন।
এ সময় তিনি জানান, প্রায় সকল ধরনের দেশীয় ফল এখন শাহরাস্তিতে উৎপাদিত হচ্ছে। যে কোনো সমস্যায় সার্বক্ষণিক কৃষকদের পাশে রয়েছে কৃষি বিভাগ। ফল প্রদর্শনী শেষে অতিথিবৃন্দদেরকে দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয়। উপস্থিত সকলেই দেশীয় ফলের গুণাগুণ ও উৎপাদনের কলাকৌশল জানতে ব্যাকুল হয়ে পড়েন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার পিপিএম বার, ডা. সরোয়ার হোসেন, আইসিটি কর্মকর্তা শাহজাহান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. শাহজাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামছুল আমিন, খাদ্য কর্মকর্তা মেজবাহ উদ্দিন,মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ,মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আকন্দ
অন্যান্য অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।