চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান পাটওয়ারীকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মজিবুর রহমান চরকুমিরা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে ও ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
পুলিশ জানায়, গত ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচি পালনকালে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় আড়াই বছর পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন স্বপন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এস আই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, গ্রেপ্তারকৃত মজিবুর রহমানকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।