শাহরাস্তি উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের , যৌথ আয়োজনে আর্থিক সহায়তা অনুদান প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুদান ও অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আবু ইসহাক জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় শাহরাস্তি উপজেলায় ৫৫ জন ক্যান্সার রোগী, ০৮ জন কিডনি রোগী, ০৩ জন লিভার সিরোসিস রোগী, ১১ জন স্ট্রোকে প্যারালাইজড রোগী, ০৬ জন থ্যালাসেমিয়া রোগী ও ০৪ জন জন্মগত হৃদরোগীসহ মোট ৮৭ জনকে জনপ্রতি ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা হারে মোট ৪৩ লক্ষ ৫০ হাজার টাকা এবং শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় শাহরাস্তি উপজেলাধীন ০৫ টি এতিমখানার ১৬৮ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর বিপরীতে ১০,০৮,০০০/- (দশ লক্ষ আট হাজার) টাকাসহ মোট ৫৩,৫৮,০০০/- (তেপ্পান্ন লক্ষ আটান্ন হাজার) টাকার চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা । উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক এর সভাপতিত্বে এবং ইউএসডব্লিউ মোহাম্মদ আওলাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শামছুল আমীন, সহ গণমাধ্যম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ৮৭ জন উপকারভোগীর পক্ষে একজন তাদের আবেগঘন ভালোবাসার সহিত বিদ্যমান কার্যক্রমের জন্য রাষ্ট্র ও সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা যথাযথ নিয়ম অনুসরণপূর্বক কার্যক্রম পরিচালনা করায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির জেলা কমিটির সদস্য হিসেবে উক্ত সহায়তার সংখ্যা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখার কথা বলেন।
উপজেলা সমাজসেবা অফিসার দূরারোগ্য ৬ টি ব্যাধির সহায়তা কর্মসূচি ও শিশু সুরক্ষা কার্যক্রমসহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালিত সকল কার্যক্রমে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণসহ জনগণ সহযোগিতা করার কথা বলেন। তিনি জানান, সমাজসেবা অধিদপ্তরেরর অন্যান্য সকল সেবার মত এ সেবাও বিনামূল্যে। সুতরাং কোন দালাল, প্রতারক বা অন্য কাউকে চেক প্রাপ্তির বিষয়ে কোনপ্রকার টাকা-পয়সা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।