ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির উদ্যোগে কচুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির সভাপতি ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির সদস্য এএসপি নবীর হোসেন ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসাইনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ কায়সার, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন,
উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানা, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দিন, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শাহজাহান মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক ও মোস্তফা শরীফ টিটু, কচুয়া উপজেলা সমিতির সদস্য আব্দুল বারী, পালাখাল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক, শিক্ষক সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম বিএসসি, মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, বুরগি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম প্রমুখ।
উপজেলার ৪২ টি উচ্চ বিদ্যালয়, ৬টি কলেজ ও ৩৬টি মাদ্রাসার মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।