বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জে গণসংযোগ করছেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আগামি সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।
দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি শনিবার (১২ জুলাই) দিনব্যাপী বড়কুল পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে এ গণসংযোগ করেন। তিনি তিনটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল্লায় গিয়ে ৩১ দফা বাস্তবায়নের বার্তা পৌঁছে দেন এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এছাড়াও ওইসব ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত কামনা করে তিনি কবর জিয়ারত করে।
গণসংযোগ শেষে ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সময়োপযোগী এবং জনবান্ধব উদ্যোগ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক রূপান্তরের জন্য এই পরিকল্পনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করবে। এসব দফা বাস্তবায়িত হলে দেশে সুশাসন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দেশে কোন ধরণের বৈষম্য থাকবে না। সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে।
এসময় শাহরাস্তি পৌর বিএনপির সহ-সভাপতি সেলিম পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা জাকির মুন্সী, নুরু মুন্সী, মাসুদ পাটোয়ারী, মোস্তাফিজ মেম্বার, শফিকুর রহমান, শাহরাস্তি পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ফরহাদ মামুন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল সর্দার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন সবুজ, উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা যুবদল নেতা শাহআলম ভুট্ট, আবুল বাসার পশ্চিম বড়কুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক সাদ্দাম হোসেন দিদার, যুবদল নেতা আল-আমিন, ইব্রাহিম, শাওন, মেহেদি, মোফাচ্ছের, ছাত্রদল নেতা সুমন, হাসান, মাহমুদুল হাছান কাকনসহ হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।