হাজীগঞ্জ উপজেলায় পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন।
সোমবার ১৪ জুলাই দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের কাছ থেকে পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ও জেলা প্রশাসকের স্বাক্ষরিত শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।
এসময় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হওয়ায় ৪ নং কালচোঁ দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন,জনপ্রতিনিধি হয়ে জনসেবা করা খুবই কঠিন কাজ। এই কাজে ইউনিয়নবাসী আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন বলেই কাজটা সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, প্রতিটি কর্মের ফল চলমান কাজের গতিকে আরো গতিশীল করে এবং এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায়। আগামীতে কাজের এ ধারা অব্যাহত থাকবে এবং প্রান্তিক পর্যায়ের জনগণের মাঝে সব সময় কাজ করতে চাই।
জানা যায়, ২০২৪-২০২৫ বছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদ জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে।
পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বাস্তবায়নে এই ইউনিয়ন পরিষদের কর্মতৎপরতা প্রশংসাযোগ্য। আমরা বিশ্বাস করি, এ কর্মোদ্যোগ অন্যান্য ইউনিয়ন পরিষদকেও অনুপ্রাণিত করবে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন মুঠোফোনে জানান, এর পূর্বেও আমি জেলায় জন্মসনদ প্রণয়ণে প্রথম হয়েছিলাম। এবার পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হলা। তিনি এজন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গোলাম মোস্তফা স্বপন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি টানা ২বার কালোচোঁ দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী লাভ করেন।