ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
কচুয়ার নূরপুর গ্রামে মাদক, ইভটেজিং,বাল্যবিবাহ বিরোধী সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বিকালে ওই গ্রামের পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে গোহট উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।
সমাজকর্মী জসিম উদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান, সমাজ সেবক তাবারুক উল্লাহ, রেজাউল করিম, সাংবাদিক আবুল হোসেন, অবসর প্রাপ্ত ইউনিয়ন পরিষদের সচিব আবদুল মান্নান আজমীর, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন, আব্দুর রহিম, নূরপুর গ্রামের অধিবাসী জাহাঙ্গীর আলম, শাহাজাহান পাটোয়ারী, ইমান হোসেন পাটোয়ারী, ডাঃ শামছুল হক . মাওলানা কবির হোসেন , ইকবাল হোসেন ও আবুল হোসেন প্রমুখ। সমাবেশে উপস্থিত সকলে ঐক্যবদ্ধ ভাবে মাদক, ইভটিজিং বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।