সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, তারেক জিয়া ও নির্বাচনকে নিয়ে একটি বিশেষ মহল নির্বাচন পেছনের ষড়যন্ত্রের চেষ্টা করছে। ড. ইউনুস নির্বাচনের পক্ষে, যারা নির্বাচন পেছনের ষড়যন্ত্র করবে তাদের সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। তিনি বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে আকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন ও কর্মী সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালে এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মিয়াজীর ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ফারুকী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসাইন, প্রফেসর নওসের আলম, মাহবুব আলম মৃধা, পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কমিশনার, বিএনপি নেতা তরিকুল ইসলাম তরিক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারন সম্পাদক মোঃ হাবিবুন নবী সুমন ,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন পাটোয়ারী, পৌরসভা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম বিএসসি, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক ছাত্তার প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম মোল্লা,সাধারণ সম্পাদক মমিন আহমেদ জিসান, পৌরসভা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শরিফ,সাধারণ সম্পাদক মহিন খান।
বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ অলিউল্লাহ,সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী তোফায়েল আহমেদ প্রমুখ ।