চাঁদপুরে এনসিপির (ন্যাশনাল কনসেনসাস পার্টি) পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন ও সোশাল মিডিয়া। জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
২৩ জুলাই সকাল ১০টায় চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে এনসিপির পদযাত্রা শুরু হয়ে হাজীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে। বেলা ২টায় হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড চৌরাস্তায় পথসভায় বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। একইসাথে, জুলাই আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত টোরাগড় গ্রামের শহীদ আজাদ সরকারের নামে একটি চত্তর উদ্বোধন করা হবে।
হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল হোসাইন ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জুলহাস চৌধুরী বলেছেন, “এনসিপির বিরুদ্ধে আমাদের দ্বিমত নেই, পূর্ণ সমর্থন রয়েছে। তবে নাসির উদ্দীন পাটোয়ারী আমাদের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে কটুক্তি করেছেন, এজন্য তাকে চাঁদপুর পদযাত্রায় সমাবেশে ক্ষমা চাইতে হবে। না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
পথসভা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানিয়েছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। তিনি বলেন, “পথসভাকে কেন্দ্র করে কোনো প্রকার সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। অনুষ্ঠানস্থল ও আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।”
পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছেন ওসি ফারুক।