চাঁদপুরের হাজীগঞ্জে শহীদ আজাদ চত্ত্বরের উদ্বোধন করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। বুধবার (২৩ জুলাই) দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ চৌরাস্তায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
এ সময় ফিতা কেটে শহীদ আজাদ চত্ত্বরের উদ্বোধন করেন, শহীদ আজাদ সরকারের ছেলে আহমেদ কবির হিমেল এবং সকল শহীদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। উদ্বোধনী অনুষ্ঠানে দলটির কেন্দ্রিয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো. মাহাবুব আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জেলায় জেলায় এনসিপির পদযাত্রা কর্মসূচি অংশ হিসেবে আজ চাঁদপুরে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, পদযাত্রা অনুষ্ঠানে আমাদের নেতৃবৃন্দ চাঁদপুরে শহীদ পরিবারদের সাথে দেখা করে তাদের সাথে কুশল বিনিময় এবং তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এরপর শাহরাস্তি যাওয়ার পথে হাজীগঞ্জের শহীদ আজাদ সরকারের নামে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ ‘শহীদ আজাদ চত্ত্বরের উদ্বোধন করেন।
প্রসঙ্গত, গতবছর সারাদেশে কোটা সংস্কারের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসযোগ আন্দোলনের প্রথম দিন ৪ আগস্ট (রোববার) বিকালে নিজ বসতবাড়ির সামনে আজাদ সরকারকে কুপিয়ে আহত করেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই কুমিল্লার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।