চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক ও দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া উপজেলার সিকদারদিঘী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজাদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের বাসিন্দা ছিদ্দিক আহমদের দুই ছেলে মামুন (৩১), হুমায়ুন (৩৮) ও আব্দুস সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)।
প্রত্যক্ষদর্শী মোর্শেদুল আলম জানান, চট্টগ্রামগামী মোটরসাইকেলটি পদুয়া সিকদারদিঘী নামক এলাকায় পৌঁছায়। এ সময় বারদোনা গ্রামীণ সড়ক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে উঠতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহীরা সড়কে ছিটকে পড়েন। পরে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুবুল আলম জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের টিম রয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।