ঢাকা 2:39 pm, Saturday, 26 July 2025

লোহাগাড়ায় ট্রাকের চাপায় পিষ্ট ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ছবি-সংগৃহিত।

চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক ও দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া উপজেলার সিকদারদিঘী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজাদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

‎নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের বাসিন্দা ছিদ্দিক আহমদের দুই ছেলে মামুন (৩১), হুমায়ুন (৩৮) ও আব্দুস সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)।

প্রত্যক্ষদর্শী মোর্শেদুল আলম জানান, চট্টগ্রামগামী মোটরসাইকেলটি পদুয়া সিকদারদিঘী নামক এলাকায় পৌঁছায়। এ সময় বারদোনা গ্রামীণ সড়ক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে উঠতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহীরা সড়কে ছিটকে পড়েন। পরে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়।

‎‎দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুবুল আলম জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের টিম রয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে ব্যারিস্টার কামালের গণসংযোগ ও প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত

লোহাগাড়ায় ট্রাকের চাপায় পিষ্ট ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : 09:48:42 pm, Friday, 25 July 2025

চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক ও দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া উপজেলার সিকদারদিঘী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজাদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

‎নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের বাসিন্দা ছিদ্দিক আহমদের দুই ছেলে মামুন (৩১), হুমায়ুন (৩৮) ও আব্দুস সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)।

প্রত্যক্ষদর্শী মোর্শেদুল আলম জানান, চট্টগ্রামগামী মোটরসাইকেলটি পদুয়া সিকদারদিঘী নামক এলাকায় পৌঁছায়। এ সময় বারদোনা গ্রামীণ সড়ক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে উঠতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহীরা সড়কে ছিটকে পড়েন। পরে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়।

‎‎দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুবুল আলম জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের টিম রয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।