কচুয়া-গৌরিপুর সড়কের পাশে অবস্থিত বাইছায়া আন্তর্জাতিক মানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল বারাকা আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে একাডেমির মিলনায়তনে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, একাডেমিক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আবুল বারাকাত বাবুল।
এ সময় তিনি বলেন,আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা, পরামর্শের মাধ্যমে ভবিষ্যতে এ একাডেমির শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষক/শিক্ষিকাদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে।
একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে ও একাডেমিক শিক্ষক মোঃ মিজানুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, একাডেমির পরিচালক ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কাদলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ, কচুয়া বাজারের ব্যবসায়ী মাওলানা মাহমুদুল হাসান,অভিভাবক মাওলানা মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সময় একাডেমির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।