কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর আব্দুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত চিঠিতে মাসুম বিল্লাহ কে সহ-সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
নবনির্বাচিত কমিটির অন্যান্যরা নির্বাচিত হলেন, কমিটির সভাপতি পদে চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুচিত্র রঞ্জন দাস, সহ-সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন মিয়াজী, দাতা সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী মাস্টার, সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা ইসহাক খান,বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ শরাফত কবির, আলহাজ্ব মোঃ ফারুক হোসেন,অভিভাবক সদস্য আলমগীর হোসেন, সরকারি অধ্যাপক মোঃ হুমায়ুন কবির,আলমগীর হোসেন, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক হেলালী জাহান , প্রভাষক মাওলানা এনামুল হক, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম বাচ্চু।
মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা বলেন,মাওলানা মাসুম বিল্লাহ এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও উনার বাবা দীর্ঘদিন ধরে মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
মাসুম বিল্লাহ একজন সৎ যোগ্য মেধাবী ও স্বনামধন্য ব্যবসায়ী । আমরা আশা করি মাদ্রাসার নতুন গভর্নিং বডির সভাপতির পাশাপাশি আমাদের সহ-সভাপতি দিয়ে মাদ্রাসা লেখা পড়াসহ সব কিছুর মান আরো বৃদ্ধি পাবে।
বিশিষ্ট ব্যবসায়ী,ইউনিটি গ্রুপের ডাইরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক মাসুম বিল্লাহ বলেন, মনপুরা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কচুয়া উপজেলার এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আমি ফাজিল পাস করেছি। এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে আমার বাবা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আল্লাহ আমাকে এই প্রতিষ্ঠানের খেদমত করার সুযোগ করে দিয়েছেন আমি আমার মেধা দিয়ে এই প্রতিষ্ঠানের শিক্ষারমানে উন্নয়নে কাজ করবো পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামোসহ আপনাদের সাথে নিয়ে কচুয়া উপজেলার মধ্যে মডেল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করব ইনশাআল্লাহ।