চাঁদপুরের শাহরাস্তিতে “জুলাই অভ্যুত্থান দিবস” উপলক্ষে বিএনপির আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশে যোগ দিতে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মিজানুর রহমান (৩৫) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিজানুর রহমান উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের আ. মমিনের ছেলে।
ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাহবুব আলম জানান, মিজান ৫ আগস্ট বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন। এসময় তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে প্রথমে বাড়িতে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুশফিক বিন বাকের জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মিজান পারিবারিক জীবনে বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।