ছাত্র-জনতার আন্দোলনে হাজীগঞ্জের শহীদ আজাদ সরকারের প্রতি ছাত্রদলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পৌর ছাত্রদলের পক্ষ থেকে শহীদ আজাদ সরকার স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পন এবং মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এদিন সকালে পৌরসভাধীন টোরাগড় এলাকায় পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আবু ইউসুফ ও সদস্য সচিব দ্বীন ইসলাম টগরের নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করা হয়। এসময় পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইকবাল মিজি, সদস্য আফসান চৌধুরী অমি, ছাত্রনেতা শাখাওয়াত সরকারসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শহীদ আজাদ সরকারের ছেলে আহম্মেদ কবির হিমেলসহ পরিবারের অন্যান্য সদস্য, পৌর ও হাজীগঞ্জ মডেল কলেজ ছাতদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গতবছরের ৪ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে হাজীগঞ্জ পৗরসভাধীন টোরাগড় গ্রামে আজাদ সরকারকে ফ্যাসিবাদী সরকার দলের নেতাকর্মীরা কুপিয়ে হত্যা করে।