ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ছবি-সংগৃহিত।

রাজবাড়ীর গোয়ালন্দে দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) ভোরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ধর্ষণের শিকার এক তরুণীর বাবা থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের শেখ ফারুকের ছেলে ফয়সাল (২২), গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের চাঁন মিয়া মোল্লার ছেলে মো. রাকিব (২১) এবং গণি শেখের পাড়া গ্রামের কলিম উদ্দিন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৪)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে দুই তরুণী তাদের এক বন্ধুর সঙ্গে গোয়ালন্দের গোধূলী পার্কে ঘুরতে যান। সেসময় গ্রেপ্তারকৃত আসামি ও আরও কয়েকজন তাদের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা তরুণীদের কাছ থেকে দামি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তরুণীদের বন্ধুকে ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে।

পরবর্তীতে তরুণীদের গোধূলী পার্ক থেকে উজানচর ইউনিয়নের বেড়িবাঁধ সড়কের পাশের একটি ধইঞ্চা ক্ষেতে নিয়ে যাওয়া হয়, যেখানে রাত সাড়ে ৮টার দিকে পালাক্রমে তাদের ধর্ষণ করা হয়। ধর্ষণের পর অসুস্থ অবস্থায় এক তরুণী পাশের একটি বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা এসে তাদের বাড়িতে নিয়ে যান।

লোকলজ্জার ভয়ে তিনদিন চুপ থাকলেও অবশেষে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, মামলার পরপরই পুলিশ অভিযানে নামে এবং শুক্রবার ভোরে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নকল বই বিক্রিতে জড়িতের কার্যক্রম বন্ধ করতে হবে : গোলাম এলাহী

দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

Update Time : ১০:২৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দে দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) ভোরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ধর্ষণের শিকার এক তরুণীর বাবা থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের শেখ ফারুকের ছেলে ফয়সাল (২২), গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের চাঁন মিয়া মোল্লার ছেলে মো. রাকিব (২১) এবং গণি শেখের পাড়া গ্রামের কলিম উদ্দিন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৪)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে দুই তরুণী তাদের এক বন্ধুর সঙ্গে গোয়ালন্দের গোধূলী পার্কে ঘুরতে যান। সেসময় গ্রেপ্তারকৃত আসামি ও আরও কয়েকজন তাদের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা তরুণীদের কাছ থেকে দামি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তরুণীদের বন্ধুকে ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে।

পরবর্তীতে তরুণীদের গোধূলী পার্ক থেকে উজানচর ইউনিয়নের বেড়িবাঁধ সড়কের পাশের একটি ধইঞ্চা ক্ষেতে নিয়ে যাওয়া হয়, যেখানে রাত সাড়ে ৮টার দিকে পালাক্রমে তাদের ধর্ষণ করা হয়। ধর্ষণের পর অসুস্থ অবস্থায় এক তরুণী পাশের একটি বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা এসে তাদের বাড়িতে নিয়ে যান।

লোকলজ্জার ভয়ে তিনদিন চুপ থাকলেও অবশেষে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, মামলার পরপরই পুলিশ অভিযানে নামে এবং শুক্রবার ভোরে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।