কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা (সাদিপুরা চাঁদপুর) গ্রামে নিজস্ব নিজস্ব অর্থায়নে কাঠের ব্রীজ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে এলাকাবাসীর উদ্যোগে এই বৃষ্টি উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে ব্রীজটি নির্মিত না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে ডুমুরিয়া ও সাদিপুরাসহ কয়েকটি গ্রামের লোকজনের। কয়েকটি গ্রামের কোমলমতি শিশুরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে যেতে পারতো না। দুই থেকে আরেক আড়াই কিলো হেটে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হতো শিক্ষার্থীরা। কোমলমতি শিক্ষার্থী ও এলাকার লোকজনদের ভোগান্তির কথা চিন্তা করে একটি কাঠের ব্রীজ নির্মান করার উদ্যোগ নেন কয়েকজন সমাজ সেবক। অতিথি হিসেবে ব্রীজটি উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইয়াছিন খন্দকার। এ সময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আতাউল করিম, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ আবু বকর মজুমদার উজ্জল, সমাজসেবক শরীফ মজুমদারসহ এলাকার অনেকে উপস্থিত ছিলেন।