মাওলানা এ এস এম আলী আশ্রাফ মারওয়ান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো. রবিউল হাছান এর উদ্যোগে আলিম ও ফাজিল শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৭ আগস্ট বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নেছারাবাদ সালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন, মান্দারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা নেছার আহমদ।
নেছারাবাদ ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাও. নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী অধ্যাপক মফিজুর রহমান মিয়াজীর সঞ্চালনায় বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মির্জা এ টি এম গোলাম মোস্তফা সেলিম, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, সিহিরচোঁ এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব সফিউল্যাহ প্রধানিয়া, মাদ্রাসার সহ সভাপতি আব্দুল হাই বকাউল, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান হাবিবী, অত্র মাদ্রাসার সাবেক সহ সভাপতি মাও. আব্দুল হাই মির্জা, মাওলানা এ এস এম আলী আশ্রাফ মারওয়ান ফাউন্ডেশনের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম তফদার, মাদ্রাসার সহকারী অধ্যাপক ইয়াছিন হোসেন, প্রাক্তন ছাত্র মাহবুবুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমানে মোবাইল ফোন শিক্ষার্থীদের বড় একটা বাধা হয়ে দাড়িয়েছে তাই শিক্ষার্থীদের পড়াশোনা নির্দিষ্ট একটা সময় নিয়ে করার আহবান থাকবে। এ জন্য শিক্ষক ও অভিভাবকদের আরো সচেতন দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে। এ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আজকে যেই বই মাওলানা এ এস এম আলীআশ্রাফ মারওয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছে তা অধ্যায়নের মাধ্যমে আগামিতে দিনে যেন এখান থেকে ভালো আলেম বের হতে পারে সেই প্রত্যাশা থাকবে। এ মাদ্রাসার একাডেমিক উন্নয়নে ব্যক্তিকেন্দ্রীক ভাবে গড়ে উঠেছে এবং এ ফাউন্ডেশনের মাধ্যমে আরো বেগবান হবে বলে আশ্বস্ত করা হয়। নেছারাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা রাজনৈতিক কলাহল মুক্ত তাই বোর্ড পরীক্ষার ফলাফল আরো ভালো করার আহবান। কেননা মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে দেশের প্রশাসনিক দায়িত্বসহ ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ রয়েছে। এ প্রতিষ্ঠানের পেছনে অলি আল্লার দোয়া রয়েছে সেই দোয়া দাওয়া নিয়ে শিক্ষার্থীরা আগামী দিনে পড়াশোনা আরো ভালো করবে এ প্রত্যাশা থাকলো।
পরে মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক পাঠ করান মান্দারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা নেছার আহমদ।