কচুয়ায় বিষাক্ত সাপের কামড়ে আবুল হাসানাত (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (০৯ আগস্ট) সকালে উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামে এই ঘটনা ঘটে। আবুল হাসান ওই গ্রামের পোস্টমাস্টার বাড়ির মৃত মজিবুর রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, আবুল হাসানাত শনিবার সকালে বাড়ির পশ্চিম পাশে ফসলী মাঠে ছাগল চরাতে গিয়ে জমির ঘাসের আড়ালে লুকিয়ে থাকা বিষধর সাপ পায়ে কামড় দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। আবুল হাসানাতের ডাক চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।