“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ঋন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমিনের সভাপতিত্বে ও সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেনের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, তিনি তার বক্তব্য বলেন প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কাজে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। তরুণদের মাদক, সন্ত্রাস ও বেকারত্ব থেকে দূরে রেখে উৎপাদনমুখী কর্মে সম্পৃক্ত করতে পারলেই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, আব্দুল্লাহ আল সাদাফ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রেজওয়ান হাসান, প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ নোমান হোসেন আকন্দ প্রমুখ।