শাহরাস্তিতে বিএনপি চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কালিয়ারপাড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনার পাশাপাশি বাংলাাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিঃ মমিনুল হকের আশু রোগমুক্তি কামনা করা হয়।
এ ছাড়াও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান হেডমাস্টার, মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীসহ বিএনপির শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন।
তিনি বলেন,”বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি আমাদের মা।গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী। তার নেতৃত্বেই বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগিয়েছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।
পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিঃ এবিএম পলাশ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহ মোহাম্মদ আলী, আবুল কালাম আতাহার, মমতাজ উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন, সাবেক পৌর সভাপতি বেলায়েত হোসেন সেলিম, পৌর বিএনপির সহ-সভাপতি সফি উল্লাহ বাচ্চু, সাবেক পৌর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, পৌর সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলী আজগর মিয়াজী, ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, ছাত্রদলের সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী, শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন দুলাল ও আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন ও সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, এবং সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ।