বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কচুয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কচুয়া বাজারে পৌর বিএনপির অস্থায়ী অফিসে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে একই সাথে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন সমর্থিত পৌর বিএনপির সভাপতি মো.বিল্লাল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কমিশনার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,উপজেলা ওলামা দলের সভাপতি মাও.কবির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নূর আহমাদ আজাদ, পৌর যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার উল্লাহ ফরহাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইসমাইল হোসেন আবেগ, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম জাহিদ প্রমুখ।
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা মহিব খানসহ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর নেতৃত্বের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ কবির হোসেন ।
একই দিনে পৌরসভার প্রতিটি মসজিদে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন পৌর বিএনপি।