শাহরাস্তিতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলন আয়তনে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশরাফ খানের সভাপতিত্বে ক্রীড়া শিক্ষক মোহাম্মদ ডাক্তার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন (এম এস সি)শাহারাস্তি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, ভোলদিঘী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, আহমদনগর আব্দুল আজিজ মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, নিজ মেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ হোসেন, সরকারি প্রোগ্রামার মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
Reporter Name 






















