জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তিতে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এটি অনুষ্ঠিত হয়। ওইদিন এটি পৌর শহরের কালিয়াপাড়া দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মেহের স্টেশন দাওয়াত হোটেল প্রাঙ্গণে এসে শেষ হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন।
তিনি তার বক্তব্যে বলেন, সময় এসেছে আপনারা সবাই ঐক্য হওয়ার। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির সরকার গঠন করতে সবাইকে ঐক্য বদ্ধ থাকতে হবে। এতে বেগম জিয়া ও তারেক রহমান এর হাতকে শক্তিশালী করতে হবে। আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে অতীতের রাজনৈতিক বিশ্লেষণে মমিনুল হক ভাই সেরা। সেজন্য আপনারা ঐক্য থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন— সাবেক পৌর সভাপতি বেলায়েত হোসেন সেলিম, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম, সাবেক পৌর সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা যুবদল সভাপতি আলী আজগর মিয়াজী, ছাত্রদল সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী, ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন দুলাল,স্বেচ্ছা সেবক দলের যুগ্ন আহবায়ক রবিউল হোসেন, ইকবাল হোসেন প্রিন্স, শফিকুর রহমান সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।পরে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন আহ্বায়ক মাসুদ হোসেন। তিনি বলেন,আজকের এই প্রোগ্রাম প্রমাণ করে হাজীগঞ্জ শাহরাস্তির সকল মানুষ ইঞ্জিনিয়ার লায়ন মমিনুল হকের নেতৃত্বে ঐক্যবদ্ধ।