ঢাকা 11:11 am, Friday, 22 August 2025

কচুয়ায় দালাল চক্রের ফাঁদে পড়ে তিন মাসের শিশুকে বিক্রি !

চাঁদপুরের কচুয়া রিশাদ নামের তিন মাসের একটি শিশু বিক্রির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দোয়াটি গ্রামের বড়বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় দালাল চক্রের সদস্য খোকনকে আটক করেছে পুলিশ। শিশুটির মা রুবিনা আক্তার সন্তানকে ফেরত পাওয়ার আকুতি জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, প্রায় দুই মাস আগে রুবিনার চাচী শাশুড়ি শানু বেগম কৌশলে শিশুটিকে কালিকাপুর গ্রামের বড়বাড়ি দালাল খোকনের কাছে তুলে দেন। পরে খোকন শিশুটিকে এক লাখ টাকার বিনিময়ে নারায়ণপুর এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

রুবিনা আক্তার অভিযোগ করেন, শিশুকে হারিয়ে তিনি এখন দিশেহারা। সন্তানকে ফেরত পেতে প্রশাসন ও সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

এলাকাবাসী জানায়, শিশুবিক্রির ঘটনা নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা পরিকল্পনা করে খোকনকে ফাঁদে ফেলে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

.
কচুয়া থানার এএসআই জয়নাল আহমেদ জানান, স্থানীয় একজন ৯৯৯ নাম্বারে কল দিলে দালাল চক্রের সদস্য খোকনকে আটক করে থানায় আনা হয়েছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানুষের লোভ আর নিষ্ঠুরতার শিকার হয়ে একটি শিশু আজ মায়ের বুক থেকে ছিটকে গেছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে একটাই দাবি-যত দ্রুত সম্ভব যেন শিশু রুবিনার বুকে ফিরে আসে।এ ঘটনায় পুরো এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। সবাই দ্রুত শিশু উদ্ধারের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত মমতাময়ী মায়ের পা ধুইয়ে দিল শিক্ষার্থীরা

কচুয়ায় দালাল চক্রের ফাঁদে পড়ে তিন মাসের শিশুকে বিক্রি !

Update Time : 10:25:10 am, Friday, 22 August 2025

চাঁদপুরের কচুয়া রিশাদ নামের তিন মাসের একটি শিশু বিক্রির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দোয়াটি গ্রামের বড়বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় দালাল চক্রের সদস্য খোকনকে আটক করেছে পুলিশ। শিশুটির মা রুবিনা আক্তার সন্তানকে ফেরত পাওয়ার আকুতি জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, প্রায় দুই মাস আগে রুবিনার চাচী শাশুড়ি শানু বেগম কৌশলে শিশুটিকে কালিকাপুর গ্রামের বড়বাড়ি দালাল খোকনের কাছে তুলে দেন। পরে খোকন শিশুটিকে এক লাখ টাকার বিনিময়ে নারায়ণপুর এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

রুবিনা আক্তার অভিযোগ করেন, শিশুকে হারিয়ে তিনি এখন দিশেহারা। সন্তানকে ফেরত পেতে প্রশাসন ও সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

এলাকাবাসী জানায়, শিশুবিক্রির ঘটনা নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা পরিকল্পনা করে খোকনকে ফাঁদে ফেলে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

.
কচুয়া থানার এএসআই জয়নাল আহমেদ জানান, স্থানীয় একজন ৯৯৯ নাম্বারে কল দিলে দালাল চক্রের সদস্য খোকনকে আটক করে থানায় আনা হয়েছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানুষের লোভ আর নিষ্ঠুরতার শিকার হয়ে একটি শিশু আজ মায়ের বুক থেকে ছিটকে গেছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে একটাই দাবি-যত দ্রুত সম্ভব যেন শিশু রুবিনার বুকে ফিরে আসে।এ ঘটনায় পুরো এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। সবাই দ্রুত শিশু উদ্ধারের দাবি জানিয়েছেন।