কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন কচুয়া উপজেলার উত্তর বিএনপির সাধারণ সম্পাদক, কচুয়া সরকারি ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও শিক্ষানুরাগী ক্রীড়াবিদ ইউসুফ মিয়াজী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি সংবিধি ২০১৯ এর ৭নং ধারার আলোকে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মামুনুর রশিদ মোল্লাকে সভাপতি ও শিক্ষানুরাগী ইউসুফ মিয়াজীকে বিদ্যোৎসাহী পদে মনোনীত করা হয়।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইউসুফ মিয়াজী বলেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য পদে আমাকে মনোনীত করে শিক্ষা ক্ষেত্রে কাজ করার সুযোগ করে দেওয়ায় মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি।
তিনি আরো জানান, আমাকে শিক্ষা ক্ষেত্রে কাজ করার সুযোগ করে দেওয়ায় আমার নেতা কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন ও কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও মহিলা দলের সহসভানেত্রী নাজমুন নাহার বেবী আপাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।