শহীদ জিয়া স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হলেন চাঁদপুরের কচুয়ার কৃতি সন্তান ফরিদ আহমেদ।
গত মঙ্গলবার (২৬ আগস্ট) সংগঠনটির সভাপতি মোঃ রেজাউল কবির দীপু ও সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ফরিদ আহমেদ স্বপনকে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সন্মানিত সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন জানান। সংগঠনের নিময়কানুন মানিয়া চলিবেন এবং সংগঠন পরিচালনায় সর্বপ্রকার সহযোগীতা করার জন্য আহবান জানিয়েছেন।
ফরিদ আহমেদ স্বপন বলেন, আমাকে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য পদে নির্বাচিত করায় আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্বরণ করি এবং বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, আমি ছাত্রজীবন থেকে শহীদ জিয়াউর রহমান আদর্শ বুকে ধারণ করে রাজনীতি শুরু করে বর্তমানে চাঁদপুর জেলার যুবদলের তথ্য ও যোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং কচুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পদে সততার সাথে দায়িত্ব পালন করে আসছি।
ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে বহু মামলা, হামলা ও অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। দলের দুঃসময়ে আমি দলের জন্য নিরলস ভাবে কাজ করে ছিলাম। আজ দল আমাকে উপর হিসেবে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত করেছেন।
এদিকে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে ফরিদ আহমেদ স্বপনকে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তার শুভাকাঙ্ক্ষীরা।