ঢাকা 11:30 pm, Wednesday, 3 September 2025

চীনের জমকালো আয়োজনে মধ্যাহ্নভোজের মেনুতে যা ছিল

  • Reporter Name
  • Update Time : 10:36:54 pm, Wednesday, 3 September 2025
  • 4 Time View

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সামিটকে উপলক্ষ করে বিশ্বকে শক্তিমত্তা দেখালেন প্রেসিডেন্ট সি চিনপিং। ছবি: এএফপি

আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে মধ্যাহ্নভোজ কেবল একটি সাধারণ খাবার নয়, এর কূটনৈতিক এবং সামাজিক গুরুত্ব অনেক। মধ্যাহ্নভোজের সময় নেতারা আরও স্বচ্ছন্দ পরিবেশে নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক ও খোলাখুলি আলোচনা করার সুযোগ পান। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা থেকেই আসে।

খাবার টেবিলে নেতারা একে অপরের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হতে পারেন এবং সম্পর্ক তৈরি করতে পারেন। এই ধরনের ব্যক্তিগত বোঝাপড়া ভবিষ্যতে কঠিন আলোচনার সময় সহায়ক হতে পারে।

আয়োজক দেশও মধ্যাহ্নভোজের মাধ্যমে নিজেদের সংস্কৃতি, রন্ধনশৈলী এবং আতিথেয়তা তুলে ধরে। এটি অতিথিদের কাছে একটি ইতিবাচক বার্তা পাঠায় এবং আতিথেয়তার উষ্ণতা প্রকাশ করে।

একসঙ্গে খাবার গ্রহণ একটি প্রতীকী কাজ, যা অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির অনুভূতি তৈরি করে। এটি দেখায় যে মতপার্থক্য থাকা সত্ত্বেও, নেতারা একসঙ্গে কাজ করতে প্রস্তুত।

এসব কারণে মধ্যাহ্নভোজ কেবল উদরপুর্তি নয়, এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কৌশল হিসেবেও কাজ করে।

আজ বুধবার জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনের তিয়েনানমেন স্কোয়ারে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজের আয়োজন করা হয়। নতুন নতুন সমরাস্ত্রের চোখ ধাঁধানো প্রদর্শনী করেছে চীন। পুরো প্রদর্শনী দেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। অস্ত্রের প্রদর্শনী শেষে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

হংকংয়ের একটি পত্রিকার সৌজন্যে জানা গেছে চীনের প্রেসিডেন্টের সেই মধ্যাহ্নভোজের মেনু।

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং তাঁর বিদেশি অতিথিদের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজের একটি বিস্তারিত মেনু প্রকাশ করেছে হংকং-ভিত্তিক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়েন ওয়েই পো। স্থানীয় সময় দুপুর ১টার ঠিক পরেই অতিথিরা এই বিশেষ ভোজে অংশ নেন। এই আয়োজনে চীনা রান্নার ঐতিহ্য ও বৈচিত্র্যের এক ঝলক দেখা গেছে।

প্রকাশিত মেনু অনুযায়ী, মধ্যাহ্নভোজের মেনুতে ছিল একাধিক আকর্ষণীয় পদ। এর মধ্যে প্রধান খাবার হিসেবে ছিল সুস্বাদু চিকেন স্যুপ, মচমচে রোস্টেড ল্যাম্ব চপ এবং বিশেষ মসলায় তৈরি কাঁকড়াসহ ভাজা লবস্টার। এ ছাড়া, অতিথিদের জন্য পরিবেশন করা হয় মাশরুমের সঙ্গে পরিবেশিত ক্লিয়ার স্ক্যালপ কনসোমে এবং লবণ দিয়ে ভাজা স্যামন মাছ।

প্রতিটি পদই ছিল চীনা রন্ধনশিল্পের সূক্ষ্ম কারুকার্যের এক অনন্য উদাহরণ।

পানীয় হিসেবে ছিল চীনের হেবেই প্রদেশের বিখ্যাত ওয়াইন প্রস্তুতকারক গ্রেট ওয়াল ওয়াইনারির তৈরি ওয়াইন। অতিথিদের নিজেদের পছন্দ অনুযায়ী সিরাহ (লাল) বা রিজলিং (সাদা) ওয়াইন বেছে নেওয়ার সুযোগ ছিল। আর মধ্যাহ্নভোজের মিষ্টি সমাপ্তি টানতে পরিবেশন করা হয় মটরশুঁটির তৈরি বিশেষ কেক এবং আমের সুস্বাদু মুস কেক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

চীনের জমকালো আয়োজনে মধ্যাহ্নভোজের মেনুতে যা ছিল

Update Time : 10:36:54 pm, Wednesday, 3 September 2025

আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে মধ্যাহ্নভোজ কেবল একটি সাধারণ খাবার নয়, এর কূটনৈতিক এবং সামাজিক গুরুত্ব অনেক। মধ্যাহ্নভোজের সময় নেতারা আরও স্বচ্ছন্দ পরিবেশে নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক ও খোলাখুলি আলোচনা করার সুযোগ পান। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা থেকেই আসে।

খাবার টেবিলে নেতারা একে অপরের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হতে পারেন এবং সম্পর্ক তৈরি করতে পারেন। এই ধরনের ব্যক্তিগত বোঝাপড়া ভবিষ্যতে কঠিন আলোচনার সময় সহায়ক হতে পারে।

আয়োজক দেশও মধ্যাহ্নভোজের মাধ্যমে নিজেদের সংস্কৃতি, রন্ধনশৈলী এবং আতিথেয়তা তুলে ধরে। এটি অতিথিদের কাছে একটি ইতিবাচক বার্তা পাঠায় এবং আতিথেয়তার উষ্ণতা প্রকাশ করে।

একসঙ্গে খাবার গ্রহণ একটি প্রতীকী কাজ, যা অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির অনুভূতি তৈরি করে। এটি দেখায় যে মতপার্থক্য থাকা সত্ত্বেও, নেতারা একসঙ্গে কাজ করতে প্রস্তুত।

এসব কারণে মধ্যাহ্নভোজ কেবল উদরপুর্তি নয়, এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কৌশল হিসেবেও কাজ করে।

আজ বুধবার জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনের তিয়েনানমেন স্কোয়ারে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজের আয়োজন করা হয়। নতুন নতুন সমরাস্ত্রের চোখ ধাঁধানো প্রদর্শনী করেছে চীন। পুরো প্রদর্শনী দেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। অস্ত্রের প্রদর্শনী শেষে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

হংকংয়ের একটি পত্রিকার সৌজন্যে জানা গেছে চীনের প্রেসিডেন্টের সেই মধ্যাহ্নভোজের মেনু।

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং তাঁর বিদেশি অতিথিদের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজের একটি বিস্তারিত মেনু প্রকাশ করেছে হংকং-ভিত্তিক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়েন ওয়েই পো। স্থানীয় সময় দুপুর ১টার ঠিক পরেই অতিথিরা এই বিশেষ ভোজে অংশ নেন। এই আয়োজনে চীনা রান্নার ঐতিহ্য ও বৈচিত্র্যের এক ঝলক দেখা গেছে।

প্রকাশিত মেনু অনুযায়ী, মধ্যাহ্নভোজের মেনুতে ছিল একাধিক আকর্ষণীয় পদ। এর মধ্যে প্রধান খাবার হিসেবে ছিল সুস্বাদু চিকেন স্যুপ, মচমচে রোস্টেড ল্যাম্ব চপ এবং বিশেষ মসলায় তৈরি কাঁকড়াসহ ভাজা লবস্টার। এ ছাড়া, অতিথিদের জন্য পরিবেশন করা হয় মাশরুমের সঙ্গে পরিবেশিত ক্লিয়ার স্ক্যালপ কনসোমে এবং লবণ দিয়ে ভাজা স্যামন মাছ।

প্রতিটি পদই ছিল চীনা রন্ধনশিল্পের সূক্ষ্ম কারুকার্যের এক অনন্য উদাহরণ।

পানীয় হিসেবে ছিল চীনের হেবেই প্রদেশের বিখ্যাত ওয়াইন প্রস্তুতকারক গ্রেট ওয়াল ওয়াইনারির তৈরি ওয়াইন। অতিথিদের নিজেদের পছন্দ অনুযায়ী সিরাহ (লাল) বা রিজলিং (সাদা) ওয়াইন বেছে নেওয়ার সুযোগ ছিল। আর মধ্যাহ্নভোজের মিষ্টি সমাপ্তি টানতে পরিবেশন করা হয় মটরশুঁটির তৈরি বিশেষ কেক এবং আমের সুস্বাদু মুস কেক।