বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁদপুরের কচুয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির প্রধান ও পৌরসভা বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিবের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। এতে জেলা,উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাটি কচুয়া পৌর বাজার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় কচুয়া সরকারি ডিগ্রি চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কচুয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিবের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম ও পৌরসভা বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির প্রধান। এসময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির এই সংগ্রাম অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি শুধু উদযাপন নয়, বরং আমাদের প্রত্যয়কে আরও দৃঢ় করার দিন। শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মকবুল হোসেন মিয়াজী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব এডভোকেট মাসুদ প্রধানীয়া, পৌরসভা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন প্রধান, সদস্য সচিব দুলাল, সহ সভাপতি কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের এডভোকেট শাহাদত সরকার শাওন, নাছির মির্জা, দেলোয়ার হোসেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ গাজী, সদস্য সচিব রুবেল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ স¤পাদক মিরাজ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ স¤পাদক গাজী ফরহাদ, সহ সভাপতি আবুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কাউছারসহ আরো অনেকে। অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং দলের অতীত সাফল্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।