দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য অন্যতম প্রতিষ্ঠান ‘‘আস্থা গ্রুপের’’ ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠান সাচার শ্রমজীবি সমবায় সমিতির লিমিটেডের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙক্ষীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সাচার বাজার ও গুলবাহার বাজারে যৌথ শাখায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আস্থা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও সমাজসেবক মোঃ কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আস্থা গ্রুপের চেয়ারম্যান মোঃ ওবায়দুল আনসারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আস্থা গ্রুপের ডাইরেক্টর ইঞ্জি.মঈনুল হক, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সারওয়ার জাহান, সাচার ডিগ্রি কলেজর অধ্যক্ষ অ্যাড. মোহাম্মদ মহসীন কবীর,সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মোল্লা, সাচার বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিয়া মজুমদার, গুলবাহার আশেক আলী স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ সেলিম, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী মাস্টার প্রমুখ। এসময় সাচার শ্রমজীবী সমবায় সমিতির বিভিন্ন শাখার কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ,প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এসময় আস্থা গ্রুপের কর্মকর্তারা বলেন, ইসলামিক শরীয়ত মোতাবেক এনজিও সংস্থা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সাচার শ্রমজীবী সমবায় সমিতি। বর্তমানে বাংলাদেশের ১ থেকে ৩টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে সাচার শ্রমজীবী সমবায় সমিতি স্থান করে নিয়েছে। ২০২৩ সাল থেকে ২০২৫ পর্যন্ত আপনাদের সার্বিক সহযোগিতায় ও আমাদের প্রচেষ্টায় আজকে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে অর্জন করেছে। এই ক্ষুদ্রঋণের প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে সুদ মুক্ত। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত ও সাবলম্বী করে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের মূল লক্ষ্য। আমরা চাই যারা ঋণ নিচ্ছেন তারা এই টাকার সঠিক ব্যবহার করে স্বাবলম্বী হবেন। আপনারা স্বাবলম্বী হলেই আমরা সার্থক। আমরা আপনাদেরকে নিয়ে সমাজের উন্নয়ন কাজ করতে এসেছি, ইনশাল্লাহ আপনার আমাদেরকে সকলে সহযোগিতা করবেন।