ঢাকা 12:35 am, Monday, 8 September 2025

কচুয়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা

কচুয়ার সাচার বুজড়ীখোলা ও রাগদৈল এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।

কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে ওই ইউনিয়নের রাগদৈল ও বুজড়ীখোলা এলাকার অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।

জানা গেছে, উপজেলার সাচার ইউনিয়নে বিভিন্ন এলাকায় ফসলি জমি নষ্ট করে কয়েকটি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু নাছির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ টি পৃথক মামলায় জসিম উদ্দিন ও মো.শরীফ হোসেন নামে দুই জনকে ৪৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় অবৈধ ড্রেজার মেশিনে ব্যবহৃত ১ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়। এছাড়াও গত কয়েকদিন আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির নেতৃত্বে আইশৃঙ্খলা বাহিনী নিয়োজিত পুলিশের একটি টিম নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে চিরুনি অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে কয়েক কিলোমিটার পাইপ ধ্বংস করে দেয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির বলেন, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনরত অবস্থায় ২জনকে আটক করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, অবৈধ ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলব সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কচুয়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা

Update Time : 12:24:14 am, Monday, 8 September 2025

কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে ওই ইউনিয়নের রাগদৈল ও বুজড়ীখোলা এলাকার অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।

জানা গেছে, উপজেলার সাচার ইউনিয়নে বিভিন্ন এলাকায় ফসলি জমি নষ্ট করে কয়েকটি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু নাছির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ টি পৃথক মামলায় জসিম উদ্দিন ও মো.শরীফ হোসেন নামে দুই জনকে ৪৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় অবৈধ ড্রেজার মেশিনে ব্যবহৃত ১ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়। এছাড়াও গত কয়েকদিন আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির নেতৃত্বে আইশৃঙ্খলা বাহিনী নিয়োজিত পুলিশের একটি টিম নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে চিরুনি অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে কয়েক কিলোমিটার পাইপ ধ্বংস করে দেয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির বলেন, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনরত অবস্থায় ২জনকে আটক করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, অবৈধ ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।