কচুয়া নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের কচুয়া শাখার নেতৃবৃন্দরা। সোমবার সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামের আমির এ্যাডভোকেট মোঃ আবু তাহের মেসবাহ, পালাখাল মডেল ইউনিয়নের জামায়াতে ইসলামের মনোনীত চেয়ারম্যান প্রার্থী
কচুয়া সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাকির উল্লাহ শাজলী, পালাখাল মডেল ইউনিয়নের আমির মোঃ জসিম উদ্দিন, জামায়াতের নেতা গোলাম রহমান (গোলাপ)সহ কচুয়া উপজেলা জামায়াতে ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা প্রদানের শেষে উপজেলা আমির এ্যাডভোকেট মোঃ আবু তাহের মেসবাহ বলেন,নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এসিল্যান্ড মোঃ আবু নাছিরকে উপজেলা জামায়াতে ইসলামের পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি এবং নতুন কর্মজীবনে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
ছবি: কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছিরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন উপজেলা জামায়াতে ইসলাম।