কচুয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানার পুলিশ। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলামের নির্দেশে এসআই রাশিদুল ইসলাম ও এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দুপুরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও বাসস্ট্যান্ড রাস্তা উপর থেকে একটি ভাড়া সিএনজি থেকে মাদক ব্যবসায়ী মাসুদ হোসেনকে (৩০) আটক করেন। এ সময় তার শরীরের তল্লাশি চালিয়ে জিন্সের প্যান্টের পকেটে থেকে ১ হাজার ৯ শত পিস ইয়াবা উদ্ধার করেন। মাদক ব্যবসায়ী মাসুদ হোসেন কড়ইয়া গ্রামের গাজী বাড়ির আমিন মিয়ার ছেলে।
কচুয়া থানার পুলিশ জানান, গ্রেফতারকৃত মাসুদ একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কচুয়ার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে সে ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মাদক ব্যবসায়ী মাসুদের বিরুদ্ধে কচুয়া থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলা রয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম বলেন,মাদক ব্যবসায়ী মাসুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।